গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শামীম আখতার মহোদয় অদ্য ১২-নভেম্বর-২০২২খ্রিঃ তারিখে জামালপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সম্মানিত প্রধান প্রকৌশলী স্যার- “ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট, মেলান্দহ, জামালপুর”; “শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ, জামালপুর”; “জেলা মডেল মসজিদ, জামালপুর” এবং “জামালপুর অর্থনৈতিক অঞ্চল” প্রকল্পসমূহ পরিদর্শন করেন এবং বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা দেন। সম্মানিত প্রধান প্রকৌশলী মহোদয় শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ, জামালপুরে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ গণপূর্ত জোনের সম্মানিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যার, টাঙ্গাইল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার, জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্যার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুর গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী মহোদয়ের শুভ আগমন উপলক্ষে একটি সম্মাননা স্মারক প্রধান প্রকৌশলী মহোদয়ের হাতে তুলে দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস